কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অমিত শাহের নতুন করে পরীক্ষাই হয়নি, মনোজের দাবি খারিজ করে বলল স্বরাষ্ট্রমন্ত্রক

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৯ আগস্ট ২০২০, ১৬:৪২

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে, রবিবার টুইট করে এমনটাই দাবি করেছিলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। বেলা গড়াতেই সেই দাবি খারিজ করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, নতুন করে অমিত শাহের করোনা পরীক্ষা করা হয়নি। ফলে রিপোর্ট নেগেটিভ আসার প্রশ্নও নেই। এমনটাই জানাচ্ছে সংবাদ সংস্থা এএনআই। পরে অবশ্য নিজের ওই টুইট মুছে দেন মনোজ।

রবিবার বিজেপি নেতা মনোজ তিওয়ারি টুইট করেন, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।’’ মনোজের এই টুইট নিয়ে প্রতিক্রিয়া দেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। তিনি পাল্টা টুইট করে বলেন, “শুনে খুব ভাল লাগছে যে, অমিত শাহের রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি দ্রুত আবার কাজে ফিরুন, দেশবাসীর সেবা করুন। এটাই কামনা করছি।” তত ক্ষণে অমিত শাহের করোনা রিপোর্ট নেগেটিভ আসার খবর ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। কিন্তু কিছু ক্ষণ পরেই সেই খবর কার্যত খারিজ করে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, এ দিন স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, অমিত শাহের আর কোনও কোভিড-১৯ টেস্ট করা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও