কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সম্বন্ধীর পুঞ্জীভূত ক্ষোভের বলি সজীব বিল্ডার্সের আবুল খায়ের

জাগো নিউজ ২৪ বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা প্রকাশিত: ০৯ আগস্ট ২০২০, ১৬:২৭

দীর্ঘ ২৭ বছরের সম্পর্ক তাদের। ১৯৯৩ সালে একসাথেই শুরু পথচলা। শুরুতে দুজনই ছিলেন নির্মাণশ্রমিক। ধীরে ধীরে তাদের উন্নতি শুরু হয়। সম্পর্কের ঘনিষ্ঠতায় মো. মিলন (৪৪) নিজের বোনের সাথে আবুল খায়েরের বিয়েও দেন। লেখাপড়া জানা আবুল খায়ের গড়ে তোলেন নির্মাণ প্রতিষ্ঠান ‘সজীব বিল্ডার্স’। সেই প্রতিষ্ঠানে তিনি নিজে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হন। তার বাড়ি-গাড়ি সবই হলেও মিলন রয়ে যান নির্মাণ শ্রমিকই। সেখান থেকেই মূলতঃ মিলনের মনে জমতে থাকে ক্ষোভ।

মিলন প্রাপ্ত মজুরিটাও ঠিকঠাক পেতেন না বলে ক্ষোভ বাড়তে থাকে। এরই মধ্যে বোনের সাথে ভগ্নিপতি আবুল খায়েরের মনোমালিন্য তৈরি হয়। হাতও তোলেন বলে অভিযোগ মিলনের। সব মিলিয়ে মিলন গত ৬ আগস্ট বিকেলে ভগ্নিপতিকে নির্মাণাধীন একটি ভবনে ডাকেন কথা বলার জন্য। সেখানেই কথা কাটাকাটি ও বাকবিতণ্ডার মধ্যে উত্তেজনাবশতঃ আবুল খায়েরকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও