কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোভিড-১৯ ও বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে বিস্তারিত সংবাদ সম্মেলন করবে বিএনপি

নয়া দিগন্ত প্রকাশিত: ০৯ আগস্ট ২০২০, ১৬:০২

করোনাভাইরাস মোকাবেলায় সরকার যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং জনগণ যে ভাবে সংক্রমিত হচ্ছে সরকারের অবহেলা ও উদাসীনতায় বেড়ে চলেছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিষয়ে অতি স্বল্প সময়ের মধ্যে একটি বিস্তারিত সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের জাতীয় স্থায়ী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত সভায় আরো বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ আগষ্ট বিকাল ভার্চুয়াল সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। উক্ত সভায় সাম্প্রতিক কালে করোনাভাইরাসে যে সকল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ইন্তেকাল করেছেন সকলের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সভায় কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলায় সরকার যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং জনগণ যে ভাবে সংক্রমিত হচ্ছে সরকারের অবহেলা ও উদাসীনতায় বেড়ে চলেছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিষয়ে অতি স্বল্প সময়ের মধ্যে একটি বিস্তারিত সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করে দলটির নীতিনির্ধারণী ফোরাম। পাশাপাশি সম্প্রতি কক্সবাজারে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহত হওয়া এবং গত ৫ বছরে বিচার বহিভূত হত্যাকান্ড এবং পুলিশ হেফাজতে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও