কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সোনাইমুড়ীতে ৯ দোকান আগুনে ছাই

মানবজমিন সোনাইমুড়ি প্রকাশিত: ০৯ আগস্ট ২০২০, ০০:০০

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউপির তুষি আদর্শ এলাকায় অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় কোন হতাহত হয়নি। বুধবার ভোর ৪টার দিকে জয়াগ ইউপির তুষি আদশ এলাকায় শরিফ মার্কেটের পূর্ব আনিকা ফার্নিচার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সোনাইমুড়ী ও চাটখিল ফায়ার সার্ভিসের ২টি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ব্যবসায়ী শাহ আলম জানান, শরিফ মার্কেটের পূর্ব পাশের মোহাম্মাদ আলী শহীদ এর দোকান আনিকা ফার্নিচার, মহিন উদ্দিন এর সি.এন.জি গ্যারেজ হয়ে আকস্মিক আগুন ধরে সাহাব উদ্দিন এর ডেকোরেটর দোকান সহ শাহজাহান এর টেইলার্স দোকান, ফেরদাউসের মেডিসিন দোকান, কবির হোসেন এর কনফেশনারী, বাদশা এর মুদি দোকান বেলাল এর সি.এন.জি গ্যরেজ পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানের মালামাল, ৩টি সি.এন.জি সহ ৯টি দোকানের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়। আনিকা ফার্নিচার মালিক মোহাম্মদ আলী শহীদ মানবজমিনকে বলেন, মার্কেটের জায়গার বিরোধের জের ধরে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। যেভাবে অল্প সময়ে আগুনে ৯টি দোকান পুড়ে গেছে, তাতে মনে হচ্ছে কেউ কিছু দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসার টিনা পাল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে সহযোগিতা করার আশ্বাস দেন ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও