কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভ্যাকসিন ৯৮ শতাংশ কার্যকরের সম্ভাবনা ‘বড় বিষয়’ নয়

চ্যানেল আই আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০৮ আগস্ট ২০২০, ১৩:৫২

কোভিড ভ্যাকসিন ৯৮ শতাংশ কার্যকর হওয়ার সম্ভাবনা কোনো ‘বড় বিষয়’ নয় বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। শুক্রবার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি এবং ইনফেকশাস ডিজিজের পরিচালক ডা. অ্যান্থনি ফাউসি বলেন, কোভিড-১৯ ভ্যাকসিন প্রায় ১০০ ভাগ কার্যকর হওয়ার সম্ভাবনা ‘বড় বিষয়’ নয়। অনুমোদিত করোনাভাইরাস ভ্যাকসিনটি মাত্র ৫০ শতাংশও কার্যকর হতে পারে।

ব্রাউন ইউনিভার্সিটির ওয়েব সেমিনারে যুক্তরাষ্ট্রের এই শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ বলেন, টিকার কার্যকারিতা কী হতে পারে তা আমরা এখনও জানি না। এটি ৫০ শতাংশ বা ৬০ শতাংশ হবে কিনা তাও জানি না। ৭৫ ভাগ বা তার বেশি হোক সেটাই আমরা চাই।

ডা. ফাউসি সতর্ক করে বলেন, জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো কখনোই পরিত্যাগ করা যাবে না। কারণ ৯৮ শতাংশ কার্যকর উচ্চতর একটি ভ্যাকসিন তৈরি করা অসম্ভব বলে প্রমাণিত হতে পারে। এর অর্থ আমেরিকানদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ভাইরাসের বিস্তার বন্ধ করতে বদ্ধ জায়গায় বা বিশাল জনসমাগমে মাস্ক পরতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও