কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গবেষণা না করেও ভাতা পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৭ আগস্ট ২০২০, ০৯:০০

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর শিক্ষকরা প্রতিমাসে বেতনের সঙ্গে পাঁচ হাজার টাকা করে গবেষণা ভাতা পান। কিন্তু বেশির ভাগ শিক্ষকই গবেষণা না করে এই ভাতা ব্যক্তিগত কাজে খরচ করেন। গবেষণার জন্য এই ভাতার পরিমাণ খুব সামান্য হলেও মূলত নবীন শিক্ষকদের গবেষণায় আগ্রহী করতে এটি দেওয়া হয় বলে জানা গেছে। তবে সবার মধ্যে না ভাগ করে শুধু যেসব শিক্ষক গবেষণা করতে আগ্রহী যদি তাদের এই ভাতা দেওয়া হতো, তাহলে তা গবেষণার কাজে লাগতো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।শিক্ষকরা বলছেন, প্রতিমাসে বেতনের সঙ্গে পাঁচ হাজার করে যে গবেষণা ভাতা দেওয়া হয়, তা দিয়ে কোনোভাবেই গবেষণা করা যায় না। এই টাকা দিয়ে বাজার সদাই করা ছাড়া কোনও উপায় থাকে না। ভাতার পুরো টাকা সবার মধ্যে ভাগ না করে শুধু যারা গবেষণা করতে চান, তাদের কয়েকজনকে দিলে গবেষণায় কাজে লাগানো যেতো।জানা যায়, ১৫ বছর আগ থেকে এই ভাতা পেয়ে আসছেন শিক্ষকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও