কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আরো একজনের মরদেহ উদ্ধার

মানবজমিন উচিতপুর মিনি কক্সবাজার, মদন, নেত্রকোনা প্রকাশিত: ০৭ আগস্ট ২০২০, ০০:০০

নেত্রকোনার মদন উপজেলার হাওরে মর্মান্তিক নৌ দুর্ঘটনায় নিখোঁজের একদিন পর, রাকিব (২০) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ জন। গতকাল সকাল ৮টার দিকে গোবিন্দশ্রী ইউনিয়নের পশ্চিমপাড়ার পেছনে হাওরের রাজ আলী কান্দা এলাকায় মরদেহটি ভাসমান অবস্থায় এলাকাবাসী উদ্ধার করেন। মৃত রাকিব ময়মনসিংহ সদর উপজেলার কোনাবাড়ী গ্রামের সিকতা ইউনিয়নের শফিকুল ইসলামের ছেলে। তিনি নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী টেঙ্গা জামিয়া আরাবিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক ছিলেন। এদিকে এ মর্মান্তিক এ নৌ দুর্ঘটনার তদন্তে নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল হোসেন বুধবার রাতে, মদনের নির্বাহী অফিসার বুলবুল আহমেদকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির অন্য সদস্যরা হলেন- স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ফখরুল হাসান চৌধুরী, ওসি মো. রমিজুল হক, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির। আগামী তিনদিনের মধ্যে তাদের তদন্তের প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ জানান, নিখোঁজ রাকিব নামে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।  উল্লেখ্য, বুধবার দুপুর দিকে উপজেলার গোবিন্দশ্রী এলাকায় ৪৮ জন পর্যটক নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা উত্তাল ঢেওউয়ের কবলে পড়ে ডুবে যায়। ৩০ জন সাঁতরে তীরে উঠলেও অন্যরা পারেননি। ফায়ার সার্ভিস কর্মীরা ১৭ জনের মরদেহ উদ্ধার করে ও একজন নিখোঁজ ছিল। নিখোঁজ তরুণের মরদেহ বৃহস্পতিবার সকালে এলাকাবাসী উদ্ধার করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও