কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সুদানে বন্যায় ১০ জনের প্রানহানি

ডেইলি বাংলাদেশ সুদান প্রকাশিত: ০৬ আগস্ট ২০২০, ২০:০৩

চলতি সপ্তাহে সুদানের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে বন্যায় ১০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া প্রায় সাড়ে ৩ হাজারেরও বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
বৃহস্পতিবার দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। জানা গেছে, এই বন্যায় প্রায় এক হাজার ৮০০টি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। দেড় হাজারের বেশি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ২১ টি স্কুল ও ৮টি মসজিদ বন্যায় ভেসে গেছে। বুধবার এক প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছে যে, এই বন্যায় প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে, সুদানের ১৮টি রাজ্যের কমপক্ষে ১৪টিতে মুষলধারে বৃষ্টিপাতের কারণে বন্যা, ভূমিধস এবং ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষতি সাধন হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও