কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার বেতাল কষ্ট- ১

ঢাকা টাইমস প্রকাশিত: ০৫ আগস্ট ২০২০, ১৪:৩১

গত মাসের ৪ তারিখে রাজবাড়ী গেলাম। ৬ তারিখে ঢাকায় ফিরে এসেই জ্বরের সাথে নানা উপসর্গ। পরীক্ষা করালাম। কোভিড-১৯। হাসপাতালে ভর্তি। মা গো বাবা গো, খুব ভোগালো। সবাই আমাকে ভালোবাসায় আগলে রাখে। আমাকে তাদের শুভকামনায় বিচলিত হতে দেখা গেল। আমার মনের মধ্যে একটা মন বাস করে। সেখানে সে যেন শুধু ভালোবাসা চায়, স্নেহ চায়, সহানুভূতি চায়, পরশ চায়। আমি বরাবরই আত্মবিশ্বাসী মানুষ। এর আগেও একদফা ভুগেছিলাম। সেটা ছিল ভাসকুলাইটিস। ব্যাংকক, দিল্লি হাসপাতালে বছর প্রায় ভর্তি আর ঘোরাঘুরি করে রক্ষা পেয়েছিলাম।

এবার আবার এই দশা। ফোন মোবাইল সব বন্ধ করে রাখলাম। কথা বলতে কষ্ট। সবাই জানতে চায় কেমন আছি, কেমন লাগে। সাথে নানা পরামর্শ। গরমপানির ভাপ, লেবু আদা কত কী! কতজনের পরামর্শ শোনা যায়। মাথা বন বন করে। হ্যাঁ হু, হ্যাঁ হু করাও কঠিন। তাই মোবাইল পুরো বন্ধ। ফেসবুক দেখি। সময় কাটানোর জন্য। লম্বা নাটক সিনেমা কিছু ভালো লাগে না। সংক্ষেপ। গম্ভীর কোনো বিষয় ভালো লাগে না। পণ্ডিতগিরির দরকার কী, দুই দিনের দুনিয়া খাও-দাও যা মন চায় তাই করো, তারপর একদিন আল বিদা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও