কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তবে কি বড়রাই পাচ্ছে প্রণোদনার অর্থ!

ইত্তেফাক বাংলাদেশ ব্যাংক প্রকাশিত: ০৫ আগস্ট ২০২০, ০০:৫৮

প্রণোদনার অর্থ পেতে ক্ষুদ্র ও মাঝারিদের তুলনায় বড়রাই প্রাধান্য পাচ্ছে। বড় শিল্পগ্রুপগুলোর কর্মী বাহিনী, অর্থনীতিতে তাদের অবদান যেমন রয়েছে, তেমনি ক্ষুদ্র মাঝারিদেরও অবদান কম নয়। বিশেষজ্ঞরা বলেছেন, ক্ষুদ্র ও মাঝারিরা টিকে না থাকলে বড়দেরও টিকে থাকা সম্ভব হবে না। প্রসঙ্গত, করোনার অভিঘাতে বিপর্যস্ত অর্থনীতিকে টিকিয়ে রাখতে সরকার ১ লাখ কোটি টাকারও বেশি অংকের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। খাতভিত্তিক বড়, ছোট, মাঝারি সবার জন্যই ভিন্ন ভিন্ন প্যাকেজ দেয়া হয় এবং এসব প্যাকেজ বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধিরও ব্যবস্থা নেয়া হয়। ব্যাংকগুলোর তারল্য সংকট দুর করতে বেশকিছু সুবিধাও প্রদান করা হয়। কিন্তু যে উদ্দেশ্যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যথাযথ বাস্তবায়ন না হওয়ায় সে উদ্দেশ্যই ভেস্তে যেতে বসেছে। অভিযোগ রয়েছে, এ অর্থ ‘ভাগাভাগি’ হচ্ছে এমন ভাবে যাতে ক্ষুদ্র ও মাঝারিদের গুরুত্বই থাকছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও