কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চবি উপাচার্যের স্বামী লতিফুল আলমের ইন্তেকাল

দৈনিক আজাদী প্রকাশিত: ২৯ জুলাই ২০২০, ১১:৩৯

.tdi_2_f13.td-a-rec-img{text-align:left}.tdi_2_f13.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের স্বামী মুক্তিযোদ্ধা মেজর (অবসরপ্রাপ্ত) লতিফুল আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।মঙ্গলবার (২৮ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর রবিউল হাসান ভুঁইয়া।তিনি বলেন, লতিফুল আলম করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচ-এ বেশ কয়েকদিন ভেন্টিলেশনে ছিলেন। রাতে তিনি মৃত্যুবরণ করেন। বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এলাকায় প্রথম জানাজা এবং বাদে যোহর নগরের দামপাড়া হযরত গরীবুল্লাহ শাহ (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।-বাংলানিউজ.tdi_3_502.td-a-rec-img{text-align:left}.tdi_3_502.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});জানাজার পর ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মুক্তিযোদ্ধা মেজর (অবসরপ্রাপ্ত) লতিফুল আলমকে হযরত গরীবুল্লাহ শাহ (রহ.) মাজারস্থ কবরস্থানে দাফন করা হবে।.tdi_4_f44.td-a-rec-img{text-align:left}.tdi_4_f44.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত