কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিভিন্ন প্রদর্শনীর মধ্য দিয়ে থাই রাজার জন্মদিন পালিত

দৈনিক আজাদী প্রকাশিত: ২৯ জুলাই ২০২০, ২১:০৮

.tdi_2_9d6.td-a-rec-img{text-align:left}.tdi_2_9d6.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});বর্তমান থাই দশম রাজা ভাজিরালংকরণের জন্মদিন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও রাষ্ট্রীয় বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে পালিত হয় গতকাল মঙ্গলবার (২৮ জুলাই)। রাজা ভাজিরালংকরণ ১৯৫২ সালের সালের ২৮ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি রাজা ভূমিবল আদুলিয়াদেজ এবং রাণী সিরিকিতের একমাত্র পুত্র। থাইল্যান্ডের দীর্ঘ ৭০ বছরের রাজত্ব করা তাঁর পিতা নবম রাজা ভূমিবল আদুলিয়াদেজ ২০১৬ সালের ১৩ অক্টোবর মারা যাওয়ার পর থেকে রাজা ভাজিরালংকর্ন তাঁর বাবার প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসাবে এবং দেশকে তাদের প্রিয় রাজার মৃত্যুর শোক প্রকাশ করার জন্য ঐ সালের পহেলা ডিসেম্বর পর্যন্ত রাজসিংহাসন গ্রহণ করেননি। পরবর্তী সময়ে থাইল্যান্ডের প্রাচীনতম রাজতন্ত্র নিয়ম অনুযায়ী রাজা ভাজিরালংকর্ন ৬৪ বছর বয়সে সিংহাসনে আরোহন করেন। এদিকে থাই প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান-ও-চা তাঁর স্ত্রী নারপর্ন এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গতকাল মঙ্গলবার রাজা ভাজিরালংকর্নের ৬৮তম জন্মবার্ষিকী দিবসে রাজার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে ৬৯ জন ভিক্ষুকে আহার ও দানীয় সামগ্রী দান করেন। দেশের সকল বৌদ্ধ বিহারে রাজার সুস্বাস্থ্য কামনা করে প্রার্থনার আয়োজন করা হয়। অপরদিকে রাজধানী ব্যাংককের রাজউদ্যান নামে খ্যাত সানাম লুয়াং-এ রাজার জন্মদিন উপলক্ষে চার দিনব্যাপী সরকারি এবং বেসরকারি খাত নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। থাই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রিভি কাউন্সিলের সদস্য, সংসদ স্পিকার, সিনেটের সভাপতি, সুপ্রিম কোর্টের সভাপতি, অন্যান্য সরকারি সংস্থার কর্মকর্তা এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। থাই অর্থনীতি ও সমাজে কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে মানুষের দুর্ভোগ লাঘব করতে এবং জনগণকে নতুনভাবে উৎসাহিত করতে এই প্রদর্শনীতে কৃষি পরিবেশ ক্যারিয়ার, স্বাস্থ্য ও আরো অন্যান্য বিষয় নিয়ে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। প্রদর্শনীর স্থানে প্রবেশের আগে সাধারণ জনগণকে মাস্ক এবং তাদের আইডি প্রদর্শন করে প্রবেশের ব্যবস্থা করা হয়। এ প্রদর্শনী সাধারণ জনগণের জন্য উন্মুক্ত থাকবে ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত। রাজার জন্মদিন উপলক্ষে ব্যাংককের বিভিন্ন স্থান থেকে জনগণকে রাজ উদ্যান সানাম লুয়াং আসার জন্য ফ্রি বাস সার্ভিস, মেট্রোরেল, চাও ফ্রায়া নদী পারাপারের জন্য নৌকা চালু করা হয়। তাছাড়াও মঙ্গলবার সন্ধ্যায় থমাসট ইউনিভার্সিটির থা প্রচান ক্যাম্পাস ফুটবল মাঠে একটি মনোরম দর্শনীয় ড্রোন আলোর মাধ্যমে রাজার প্রতিচ্ছবি ও জন্মদিন উপলক্ষে নানা চিত্রাদি প্রদর্শন করা হয়।.tdi_3_73b.td-a-rec-img{text-align:left}.tdi_3_73b.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে