কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঈদের রেসিপি : মাটন বিরিয়ানি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ জুলাই ২০২০, ১৫:২৩

ঈদুল আজহার আয়োজনে মাটন বিরিয়ানি না থাকলে কি চলে! সুস্বাদু এই খাবারের নাম শুনলেই জিভে জল চলে আসতে বাধ্য। মাটন বিরিয়ানির সুগন্ধেই যেন ক্ষুধায় পেট চনমন করে ওঠে। চলুন জেনে নেয়া যাক মজাদার এই খাবার তৈরির রেসিপি।

মাংস রান্নার উপকরণ:খাসির মাংস- দেড় কেজিতেল- ১/২ কাপঘি- ২ টেবিল চামচপেঁয়াজ কুচি- ১ কাপআদা বাটা- দেড় টেবিল চামচরসুন বাটা- ১ টেবিল চামচআস্ত কাঁচা মরিচ- ১২ টিএলাচ ও দারুচিনি- ৪টি করেদুধ ও টক দই- ৩/৪ কাপ করেআলুবোখারা- ৭টিবিরিয়ানি মসলা- ১ চা চামচকেওড়া জল- ১ টেবিল চামচপেঁয়াজ বেরেস্তা- ২ টেবিল চামচটমেটো সস- ২ টেবিল চামচলবণ- স্বাদমতোচিনি- ১ চা চামচ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও