কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অথচ ফাস্ট বোলার হতে চেয়েছিলেন যুবরাজ

প্রথম আলো ভারত প্রকাশিত: ২৭ জুলাই ২০২০, ১০:০৩

মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং আর বাঁহাতি স্পিনে সমৃদ্ধ এক ক্যারিয়ারই গড়েছেন যুবরাজ সিং, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। তাঁর শোকেসে আছে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়ার পুরস্কার। এত দিনে যুবরাজ জানালেন, ব্যাটসম্যান নয়, কৈশোরে তিনি হতে চেয়েছিলেন একজন ফাস্ট বোলার! যুবরাজ ১১ বছর বয়স পর্যন্ত এগিয়েছেন ফাস্ট বোলার হওয়ার লক্ষ্যেই।

হঠাৎই কীভাবে বদলে গেল ক্যারিয়ারের গতিপথ, কীভাবে তাঁর ব্যাটসম্যান হওয়া, সম্প্রতি সে গল্পই শুনিয়েছেন যুবরাজ, 'আমি সেবার পালামে বিষেন সিং বেদির ক্যাম্পে ছিলাম। বয়স ১১ কি ১২, একজন পেসার হিসেবে যোগ দিয়েছিলাম সে ক্যাম্পে। তখন ব্যাটসম্যান হিসেবে খেলতাম না। এক ম্যাচে ছয় নম্বরে ব্যাটিং করতে নেমে সেঞ্চুরি করলাম। ৯০ রানে যখন অপরাজিত ছিলাম, তখনো কোনো ছক্কা মারিনি। একজন বাঁহাতি স্পিনার এল, তাকে দুটো বড় ছক্কা মারলাম। ১১-১২ বছর বয়সে হাতে সাধারণত এত জোর থাকে না।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও