কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি, ৫২৫ গ্রাম প্লাবিত

পূর্ব পশ্চিম কুড়িগ্রাম প্রকাশিত: ১৫ জুলাই ২০২০, ১২:০৪

কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে বাড়ছে বানভাসীদের দুর্ভোগ। বুধবার (১৫ জুলাই) সকাল ৬টায় ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ৯০ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে ৯৫ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ১০১ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এতে করে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী যান চলাচল ব্যাহত হচ্ছে। নতুন করে পানি বৃদ্ধির ফলে জেলার ৬০ ইউনিয়নের ৫২৫টি গ্রাম প্লাবিত হয়ে সাড়ে ৩ লাখ মানুষ পানিবন্দী হয়ে পরেছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বানভাসীরা বাঁধ, উঁচু রাস্তাসহ বিভিন্ন স্থানে পরিবার এবং গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও