কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বৃষ্টি নামুক বুকে

প্রথম আলো প্রকাশিত: ১৩ জুলাই ২০২০, ২৩:৪৯

সব বাগানেই ফুল কি ফোটে বলোসব নদী কি ঢেউ টলমল হয়,সব ব্যথা কি সইতে পারে মনযতই হৃদয় হোক না হিমালয়। গোলাপ যতই নয়ন জুড়াক তবুওতার অধরেও লুকিয়ে থাকে কাঁটা,শান্ত নদীর ক্লান্ত বুকের মাঝেওলুকিয়ে থাকে জোয়ারভাটা। আকাশজুড়ে কখনো মেঘ থাকেকখনোবা কাঠফাটা রোদ্দুর,মন কখনো একলা পাখির ডাকেহারিয়ে ফেলে সুখের সমুদ্দুর। আকাশ ভেঙে বৃষ্টি যখন নামেঅঝোর ধারায় সবুজ পাতা ছুঁয়ে,এক পশলা বৃষ্টি নামুক বুকেনির্মল হই হৃদয়খানি...

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে