কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অবশেষে ইউক্রেনের বিমান বিধ্বস্তের কারণ জানাল ইরান

সময় টিভি ইরান প্রকাশিত: ১৩ জুলাই ২০২০, ১১:১২

ইরানের আকাশে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরানে বিমান চলাচল কর্তৃপক্ষ। গত ৮ জানুয়ারি ইরানের রাজধানী তেহরানের উপকণ্ঠে ইউক্রেনের ঐ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৬৭ যাত্রী ও ৯ ক্রু নিহত হন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ভুল করে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি বিধ্বস্ত হয়। পার্স টুডের খবরে বলা হয়েছে, এ সম্পর্কিত তদন্ত প্রতিবেদনে দেশের বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, বিমানটিতে গুলিবর্ষণের ঘটনায় অনেকগুলো মানবীয় ছিল। তবে বিমানটি তার নির্ধারিত গতিপথ ধরেই এগিয়ে যাচ্ছিল।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি চালু করার সময় এটির উত্তর দিক পুনর্নিধারণ করতে ভুলে যান চালক। সেখান থেকে যে ভুলের সূচনা হয় পরবর্তীতে আরো কিছু কারণ যুক্ত হওয়ার ফলে ওই ব্যবস্থা যাত্রীবাহী বিমানকে সঠিকভাবে নির্ণয় করতে ব্যর্থ হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও