কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গঙ্গাচড়ায় তিস্তায় পানির তোড়ে সড়ক ভেঙে ১৫ হাজার মানুষ পানিবন্দী

প্রথম আলো গঙ্গাচড়া প্রকাশিত: ১২ জুলাই ২০২০, ১৭:২৭

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর প্রবল স্রোতে একটি সড়ক ভেঙে দুই ইউনিয়নের সাত গ্রামের আড়াই হাজার পরিবারের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। কোলকোন্দ ও লক্ষ্মীটারি—এই দুই ইউনিয়নের পানিবন্দী মানুষজন চরম দুর্ভোগে রয়েছেন।

গ্রামগুলো হলো কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা, মটুকপুর ও চিলাখাল এবং লক্ষ্মীটারি ইউনিয়নের বাগেরহাট, শংকরদহ, ইছলি ও জয়রাম ওঝা গ্রাম। এই সাত গ্রামে প্রায় আড়াই হাজার পরিবারের প্রায় ১৫ হাজার মানুষের বাস রয়েছে বলে ইউনিয়ন পরিষদ সূত্র জানিয়েছে।

ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, গত বছর প্রায় আট লাখ টাকা ব্যয়ে কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা চরে মাটির রাস্তা নির্মাণ করা হয়। গত শুক্রবার রাতে তিস্তা নদীর পানির স্রোতে সড়কটির প্রায় এক হাজার ফুট অংশ ধসে গেছে। এতে নদীর পানি চরের বিভিন্ন গ্রামে ঢুকে পড়ে কোলকোন্দ ইউনিয়নের তিন গ্রাম ও এর পাশের লক্ষ্মীটারি ইউনিয়নের চার গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পানিবন্দী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। প্রতিটি বাড়িতে এক হাঁটু পানি, আবার কোথাও এক কোমর। পানি ডিঙিয়ে বন্যাকবলিত মানুষ চলাফেরা করছেন। গরুসহ অন্যান্য পশুকেও শুকনা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও