কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আমি এখন থেকে মাথা ঠান্ডা রেখেই চলবো

ঢাকা টাইমস প্রকাশিত: ১২ জুলাই ২০২০, ১২:৩৯

দুজন মানুষকেই খুব জ্বালাতাম। একজন আইয়ুব বাচ্চু চলে গেলেন বজ্রাঘাত দিয়ে, আরেকজন প্রিয় এ্যান্ড্রু’দা। আমরা তিনজন একসাথে শেষ শো করেছিলাম নিউইয়র্কে। আমাদের আমেরিকা সফর একসাথে হয়েছে বেশ কয়েকবার। ঢাকায় যার যার ব্যস্ততায় থাকলেও দেশের বাইরের শো’তে আমি ছিলাম কাজের ছেলে। তবে ফিল্মের গানের কারনে ষ্টুডিওতে দেখা দাদার সাথে আর ফ্যান্টাসী কিংডম বা প্রথম আলোর প্রোগ্রামগুলো বাচ্চু ভাইয়ের সাথে করা হতো।ছোট হিসেবে দুজনই আমাকে যথেষ্ট আদর করতেন।

বিদেশ সফরে গেলে হোটেল বয়ের মত এই দুজনের নির্দেশ পালন করতাম। সফরের নিয়ম ছিল যে জুনিয়র তাকেই ফাইফরমাশ খাটতে হবে। এ দুজনের কাছে কখনোই বড় হইনি। ইন্ডাষ্ট্রীর নানান জটিলতায় সবচেয়ে বেশি জ্বালাতাম আমি।দুজনেরই কমন কথা ছিল একটাই, আমাকে সবসময় বলতেন মাথা ঠান্ডা রাখতে। এ্যান্ড্রু’দা প্রথম প্লে-ব্যাকের পরে পিঠ চাপড়ে উৎসাহ দিয়ে বলেছিলেন লেগে থাক সফলতা আসবেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত