কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রিভিউয়ের নিয়মে বদল চান টেন্ডুলকার, যুক্তি পাচ্ছেন লারা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ জুলাই ২০২০, ১০:৪০

বলের কত ভাগ অংশ স্টাম্পে লেগেছে, কত ভাগ লাগেনি, এই হিসাবের বালাই চান না শচিন টেন্ডুলকার। সর্বকালের সফলতম ব্যাটসম্যানের চাওয়া, এলবিডব্লিউয়ের ক্ষেত্রে রিভিউয়ে বল স্টাম্পে সামান্যতম লাগলেও যেন আউট দেওয়া হয় ব্যাটসম্যানকে। টেন্ডুলকারের এই দাবির পক্ষে যুক্তি দেখছেন আরেক কিংবদন্তি ব্রায়ান লারা।

খনকার নিয়ম অনুযায়ী, এলবিডব্লিউয়ের ক্ষেত্রে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউয়ে বদলে দিতে হলে বলের ৫০ ভাগের বেশি অংশ লাগতে হয় স্টাম্পে। বলের অর্ধেকের বেশি অংশ স্টাম্পে না লাগলে টিকে যায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত।লারার সঙ্গে টুইটার আড্ডায় শনিবার টেন্ডুলকার বললেন, এই নিয়মের বদল চান তিনি। উদাহরণ দিলেন টেনিস খেলাকে দিয়ে।“ রিভিউয়ের আইসিসির যে নিয়ম বেশ কিছুদিন ধরে আসছে, সেটির সঙ্গে আমি একমত নই। কেউ যখন রিভিউ নেন, তার মানে মাঠের সিদ্ধান্ত নিয়ে তিনি অখুশী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও