কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘এলা মুই মাইনষের ঠে চায়া খাঁও’

প্রথম আলো ডিমলা প্রকাশিত: ১২ জুলাই ২০২০, ০৯:০৬

‘মোর আবাদের জমি ডুবি আছে, এলা মুই মাইনষের ঠে চায়া খাঁও। মুই খুব অসুস্থ, শরীর চলে না। চিকিৎসা করির টাকাপাইসা নাই, তার উপরোত এই বন্যা।’ নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই গুচ্ছগ্রামের কৃষক মহির উদ্দিন (৮০) ত্রাণের প্যাকেটটা হাতে পেয়ে কেঁদে ফেলেন। বললেন নিজের দুর্দশার কথা। গতকাল শনিবার ছাতনাই কলোনি বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে বানভাসি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন প্রথম আলো নীলফামারী বন্ধুসভার সদস্যরা। প্রতিটি পরিবারকে চাল, আটা, আলু, ডাল ও লবণের একটি করে প্যাকেট দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পূর্ব ছাতনাই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ খান, শিক্ষক সহিদুল ইসলাম, বুলবুল হক সরকার, নীলফামারী প্রথম আলো বন্ধুসভার সভাপতি হাতেম আলী, সাধারণ সম্পাদক নিপুণ রায় প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও