কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ধকল সামলে ওঠার আগেই আবারও বন্যার কবলে চরাঞ্চলের লাখো মানুষ

বাংলা ট্রিবিউন উলিপুর, কুড়িগ্রাম প্রকাশিত: ১১ জুলাই ২০২০, ১০:৩০

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর জাহাজের আলগা গ্রামের বাসিন্দা সুরুজ্জামান। চলতি বন্যায় তার বসত ভিটা ভাঙনে ব্রহ্মপুত্রের গর্ভে বিলীন হয়েছে। স্ত্রী ও তিন সন্তান নিয়ে গবাদি পশুসহ ওই ইউনিয়নের চর মাঝের আলগা গ্রামে নতুন করে বসতি গড়তে এসেছেন। এখনও ঘরবাড়ি তৈরির কাজ শেষ করতে পারেননি। এরই মধ্যে অবারও ব্রহ্মপুত্রের পানি বাড়তে থাকায় স্ত্রী-সন্তান নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন সুরুজ্জামান।

সদ্য বিদায় নেওয়া বন্যার ধকল সামলে ওঠার আগেই আবারও বন্যার কবলে পড়তে যাচ্ছে সুরুজ্জামানের মতো চর ও দ্বীপচরের লাখো বাসিন্দা। আবারও বন্যার আশঙ্কায় চরম উদ্বিগ্নতায় দিন কাটছে তাদের। পাশাপাশি কর্মহীন হয়ে পড়ায় খাদ্য সংকটের আশঙ্কায় পরিবার ও গবাদি পশু নিয়ে অনিশ্চয়তার দিন কাটছে প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকা এসব চরবাসীর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও