কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশে গানের জগতে রুলস ভয়ঙ্কর: আসিফ

ঢাকা টাইমস প্রকাশিত: ১১ জুলাই ২০২০, ০৯:০৫

কখনোই বলিনি আমি খুব ভালো। আবার এটাও নিশ্চিত, মেকী মিথ্যা বানোয়াট কিছু বলে আমাকে বুঝিয়ে দেয়া যাবে না। বেড়ে উঠেছি কমান্ডো ট্রেনিং নিয়ে, কমান্ডোরা কখনো গাদ্দারী শিখে না। যে সোসাইটির শিক্ষা নিয়ে নিজেকে সমৃদ্ধ করেছি সেটা আসলে স্পোর্টসের সঙ্গে যায়। খেলার হার-জিতের হিসাব নিকাশের পরও একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ক্রীড়াসুলভ মানসিকতা। মাঠের খেলা মাঠেই শেষ, আক্রোশ নিয়ে ঘুমাতে যেতাম না।

পরবর্তী রণকৌশল কী হবে সেটার ছক সাজাতাম। সবসময় জয়ের চিন্তা নিয়েই পরিকল্পনা করতাম। স্পোর্টসম্যানশিপে গুটিবাজীর জায়গা নেই। তা ছাড়া খেলাটা মাঠেই খেলতে হবে। টেবিলে যারা খেলে তাদের আমরা সহজেই চিহ্নিত করতে পারতাম। খেলার মাঠে নানা অসংগতির মাঝেও প্রোটেষ্ট সিস্টেম ছিল। একটা বিচারিক প্লাটফর্ম সবসময় থাকে। আত্মপক্ষ সমর্থনের সুযোগও আছে সবার। খেলার জগৎ থেকে এসেছি গানে, ভেবেছিলাম রুলস একই। আমরা মাঠে উজ্জ্বীবিত হতাম গানে, তাই এ জগতের প্রতি অন্যরকম সমীহ কাজ করতো। আমি সম্পূর্ন ভুল ছিলাম, বাংলাদেশে গানের জগতে রুলস ভয়ঙ্কর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও