কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোরবানি সামনে রেখে বাড়ছে মসলার দাম

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১০ জুলাই ২০২০, ২৩:০০

কোরবানির ঈদ আর বাকি আছে মাত্র ২০ বা ২১ দিন। নিত্য পণ্যের বাজারে গেলেও এর ছাপ পাওয়া যাচ্ছে। মাংস রান্নায় দরকারি মসলার দাম বাড়তে শুরু করেছে। আর  বৃষ্টির অজুহাতে বেড়েছে সবজির দাম। ক্রেতারা বলছেন, সপ্তাহখানেক আগেও মসলার দাম কমতির দিকে ছিল। কোরবানির ঈদ ঘনিয়ে আসায় মসলা জাতীয় পণ্যের দাম বাড়ছে। রাজধানীর শাজাহানপুরের বাসিন্দা লিটন ব্যাপারী বলেন, ‘কোরবানি আসছে, এ কারণে ব্যবসায়ীরা মসলার দাম বাড়িয়ে দিয়েছে।’

বিক্রেতারা বলছেন, নতুন করে বেড়েছে লবঙ্গ, এলাচ ও দারুচিনির দাম। রাজধানীর কাওরান বাজারে মসলা ব্যবসায়ী আবদুল হাকিম বলেন, ‘গত বুধবার থেকে মসলার দাম চড়া।’  তিনি বলেন, ‘তিন ধরনের মসলা— লবঙ্গ, এলাচ ও দারুচিনির দাম বাড়তি।’ তিনি উল্লেখ করেন, এলাচের দাম কেজিতে বেড়েছে ৩০০ টাকা পর্যন্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও