কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মেক্সিকো'র প্রেসিডেন্টকে স্বাগত জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০৯ জুলাই ২০২০, ০৬:৫৯

প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো'র প্রেসিডেন্ট, আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ আব্রাডোরকে বুধবার WHITE HOUSE এ স্বাগত জানান I মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ বাণিজ্য চুক্তি, যা পহেলা জুলাই থেকে কার্যকর হয়েছে, তারই স্বীকৃতিতে দুই নেতা বৈঠকে মিলিত হন I তবে অন্য এক শরিক দেশের নেতা,কানাডার প্রধানমন্ত্রী, JUSTIN TRUDEAU বৈঠকে যোগ দেন নি এই বলে যে, করোনা সঙ্কট পরিস্থিতিতে বিদেশ ভ্রমণ এখন সমীচীন নয় I

প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার সময় মেক্সিকানদের ধর্ষণকারী বলে উল্লেখ করাতে মেক্সিকোর রাজনৈতিক মহল প্রেসিডেন্ট আব্রাডরের সফল বাতিল করার অনুরোধ জানিয়েছিলেন, তবে তিনি তা উপেক্ষা করেই যুক্তরাষ্ট্র সফর করছেন I আলোচনা বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমাদের সম্পর্ক এতটা মধুর আগে ছিল না I আমেরিকায় বসবাস করেন ৩০ লক্ষের অধিক মেক্সিকান-আমেরিকান জনগণ, যাদের বেশির ভাগই সফল ক্ষুদ্র ব্যবসায় নিয়োজিত I

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও