কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বলিউডও পাত্তা পায়নি এন্ড্রু কিশোরের কাছে

সমকাল প্রকাশিত: ০৮ জুলাই ২০২০, ১৪:০৫

বলিউড থেকে একাধিকবার ডাক এসেছিলো বাংলাদেশের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের। কিন্তু বলিউডের সে ডাক পাত্তা পায়নি সদ্য প্রয়াত এ কিংবদন্তি শিল্পীর কাছে। বাংলাদেশ শোবিজ অঙ্গনই ছিলো তার প্রিয়। বলিউডের বহিরাগত হয়ে নয় নিজ দেশেই মাথা উচু করে বাঁচতে চেয়েছেন তিনি। পেরেছেনও।

বাংলাদেশের সংগীত জগতের ইতিহাসে এন্ড্রু কিশোর একজনই। যার মতো কেউ ছিলো না। আসবেও হয়তো তার। ভারতের বিখ্যাত শিল্পী রাহুল দেব বর্মন  এন্ড্রু কিশোরকে বলছিলেন-,এন্ড্রু তুই বোম্বে চলে যায়।  এখানে এলে চিন্তাও করতে পারবি না তুই কতটা জনপ্রিয় হবি।  এন্ড্রু কিশোর তখন বলেছিলেন না, আমি যাবো না।'এ কথাগুলোর সাক্ষী  কণ্ঠশিল্পী লীনু বিল্লাহ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও