কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনাভাইরাস: ৬ মাস পরও যেসব প্রশ্নের উত্তর অজানা

প্রথম আলো প্রকাশিত: ০৮ জুলাই ২০২০, ০৯:০০

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে রহস্যময় একটি ঘটনা ঘটে। দ্রুত এর কারণ বের করে ফেলেন চীনা বিজ্ঞানীরা। ২০০৩ সালে চীনে যে সার্স ভাইরাস ছড়িয়েছিল, তার মতোই একটি নতুন করোনাভাইরাস রহস্যময় আচরণ করছে বলে জানান তাঁরা। সে ঘটনার ছয় মাস পেরিয়ে ওই করোনাভাইরাস বিশ্বজুড়ে এক কোটির বেশি মানুষকে সংক্রমিত করেছে এবং শতাব্দীর সবচেয়ে বাজে স্বাস্থ্য পরিস্থিতির সৃষ্টি করেছে। বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণে ৫ লাখের বেশি মানুষ মারা গেছে। তবে, গবেষণার ক্ষেত্রেও বিপ্লব ঘটিয়েছে এ ভাইরাস। বিজ্ঞানী, চিকিৎসক ও অন্যান্য ক্ষেত্রের গবেষকেরা এখনো কোভিড-১৯ সৃষ্টিকারী সার্স-কোভ-২ কে বোঝার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গত ছয় মাসে করোনাভাইরাস কতটা মারাত্মক, সে প্রশ্নটির উত্তর জানার কাছাকাছি পৌঁছেছেন গবেষকেরা। ভাইরাসটি কীভাবে কোষে ঢুকে তার দখল নেয়, কীভাবে কিছু মানুষ এর বিরুদ্ধে লড়তে পারে এবং কিছু মানুষ ব্যর্থ হয়, সে বিষয়ে ইতিমধ্যে জানতে পেরেছেন তাঁরা। মারাত্মক অসুস্থ রোগীকে কোন ওষুধে বাঁচানো যেতে পারে, তা-ও শনাক্ত করে ফেলেছেন। সম্ভাব্য অনেক চিকিৎসাপদ্ধতি নিয়ে কাজও চলছে। ভাইরাস প্রতিরোধে এখন পর্যন্ত সম্ভাব্য ১৫০ ভ্যাকসিন নিয়ে কাজ চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও