কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা পজিটিভ ধরা পড়ার পর যুক্তরাজ্যে বন্ধ পানশালা

এনটিভি প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ১২:৪০

যুক্তরাজ্যে বেশ কিছু পানশালা খোলার পর সেগুলো আবার বন্ধ করে দিতে হয়েছে। এর কারণ, এসব পানশালায় যাঁরা পান করেছেন, তাঁদের মধ্যে কেউ কেউ কোভিড-১৯ পজিটিভ বলে শনাক্ত হয়েছেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ইংল্যান্ডজুড়ে হাজারো বার ও পাব বন্ধ ছিল প্রায় তিন মাস। গত ৪ জুলাই এগুলো খুলে দেওয়ার পর মানুষের হিড়িক পড়ে যায়। এ ছাড়া যুক্তরাজ্যের কোনো কোনো শহরে সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব হয়নি। জানা গেছে, পাব কর্তৃপক্ষ ফেসবুকের মাধ্যমে এসব পানশালা বন্ধ ঘোষণা করে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে দুই লাখ ৮৫ হাজার ৭৬৮ জন, মারা গেছে ৪৪ হাজার ২৩৬ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও