কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার উপসর্গ নিয়ে টেস্ট করালেন ব্রাজিলের প্রেসিডেন্ট

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ১০:৫৬

মহামারি করোনাভাইরাসের উপসর্গ থাকায় ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো আবারো কোভিড-১৯ পরীক্ষা করিয়েছেন। সোমবার সরকারি বাসভবনের সামনে জড়ো হওয়া সমর্থকদের তিনি নিজেই এ কথা জানিয়েছেন। মঙ্গলবার ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে ব্রাজিলে প্রেসিডেন্টের শ্বাসকষ্টসহ করোনার বেশ কিছু লক্ষণ প্রকাশ পেয়েছে। শরীরে জ্বরও আছে। সে কারণে সোমবার তিনি করোনা টেস্ট করান। ফুসফুসও টেস্ট করান। এরপর প্রেসিডেন্ট প্যালেসের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, এই মাত্র হাসপাতাল থেকে ফিরলাম। আমি করোনা টেস্ট করিয়েছি। ফুসফুস টেস্ট করিয়েছি।


আমার ফুসফুস পরিস্কার। কিছুক্ষণ আগে কভিড-১৯ পরীক্ষা করাতে গিয়েছিলাম, কিন্তু সব ঠিক আছে। সিএনএন জানিয়েছে, করোনার ব্যাপারে বরাবরই উদাসীন জাইর বোলসোনারো। করোনাকে শুরু থেকে তিনি সাধারণ ফ্লু হিসেবেই বিবেচনা করছেন। করোনার সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণা করারও বিপক্ষে ছিলেন তিনি। করোনা নিয়ে তার এমন উদাসীনতার কারণে দুজন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। তারপরও তিনি করোনা নিয়ে সিরিয়াস হননি। তবে এখন তাকেও মাস্ক পরতে দেখা যাচ্ছে। কিছুদিন শতশত মানুষ নিয়ে রীতিমতো র‌্যালিতে হেঁটেছেন তিনি। এর আগে মে মাসে তার করোনা আক্রান্ত হওয়ার খবর চাউর হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও