কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাঠে খেলোয়াড়দের হাতাহাতি দেখে খুশি কোচ মরিনহো

প্রথম আলো প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ০৮:৪৯

হাতাহাতি-মারামারি ফুটবলে হয় না যে এমন না। কিন্তু সেটা বেশির ভাগ সময়ই প্রতিপক্ষের সঙ্গে। মাঠে নিজের সতীর্থের সঙ্গে হাতাহাতি? এটা একটু অপরিচিত দৃশ্যই বটে। কিন্তু এমন ঘটনাই ঘটেছে কাল ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম-এভারটন ম্যাচে। হাতাহাতি লেগেছে টটেনহামের দুই খেলোয়াড় হুগো লরিস ও সন হিউং-মিনের মধ্যে।

যেটা হাতাহাতি দেখে আবার টটেনহাম কোচ হোসে মরিনহো বলেছেন, তিনি খুব খুশি! কেন খুশি? তার আগে ঘটনাটা বলা যাক। বিরতির ঠিক আগে আগে সন হিউং-মিন একবার বলের ওপর নিয়ন্ত্রণ হারান। কিন্তু সেটা আবার ফিরে পাওয়ার চেষ্টা না করেই গা ছাড়া ভাবে চলে যেতে থাকেন। এই সুযোগে প্রায় গোল করতে বসেছিলেন এভারটনের ফরোয়ার্ড রিচার্লিসন। এটা দেখেই খেপে যান টটেনহাম অধিনায়ক ও গোল রক্ষক হুগো লরিস। বিরতির বাঁশি বাজার পর মাঠে ছেড়ে যাওয়ার সময় তিনি ছুটে আসেন সনের দিকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও