কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভুট্টোর সঙ্গে বঙ্গবন্ধুর কথিত বৈঠকের খবর ভিত্তিহীন

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ০৭:৫৯

১৯৭২ সালের জুলাই মাসের কোনও এক সময়ে ইন্দোনেশিয়ার জাকার্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টোর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে বলে পাকিস্তানের কোনও কোনও পত্রিকায় খবর প্রকাশিত হয়। বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ তা অস্বীকার করেন। ১৯৭২ সালের ৮ জুলাই পত্রিকার খবরে এসব তথ্য জানানো হয়।

তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ওই খবরকে ভিত্তিহীন এবং নিছক কল্পনা বলে অভিহিত করেন। তিনি বলেন, বাস্তবতাকে স্বীকার করে নিয়ে পাকিস্তান যতদিন না বাংলাদেশকে স্বীকৃতি দিচ্ছে ততদিন তাদের সঙ্গে কোনও বৈঠকে বসা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়।এর আগে কুমিল্লায় জনসভায় বঙ্গবন্ধু যুদ্ধবন্দিদের বিচারের মুখোমুখি হতেই হবে বলে জানিয়ে দেন। ভুট্টোর উল্টাপাল্টা কোনও বক্তব্যে বাংলাদেশের কিছু যায় আসে না বলে জানিয়ে দেন তিনি। বঙ্গবন্ধু বলেন, বাংলাদেশ এখন বিশ্বদরবারে বাস্তব সত্য। এই বাস্তবতাকে মেনে নিয়ে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পরেই কেবল কোনও আলোচনা হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও