কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা : বিভাগে মৃত্যুতে শীর্ষে সিলেট, সুস্থতায় সুনামগঞ্জ

বাংলাদেশ প্রতিদিন সিলেট বিভাগ প্রকাশিত: ০৬ জুলাই ২০২০, ১৬:৩৫

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৬২ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। রবিবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ছিল ৫১০০ জন। সোমবার সকাল ৮টায় এ সংখ্যা এসে দাঁড়িয়েছেন ৫২৬২ জনে। রবিবার পর্যন্ত ৮৬ জনের মৃত্যু হলেও সোমবার মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে।সিলেট স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

পরিসংখ্যানে দেখা গেছে, কোভিড-১৯ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বিভাগের তিন জেলার চেয়ে এগিয়ে আছে সিলেট জেলা। এ জেলায় সোমবার সকাল পর্যন্ত মোট আক্রান্ত ২৮০৯ জন। মৃত্যু হয়েছে ৭০ জনের। বিপরীতে সিলেট বিভাগে মোট আক্রান্ত ৫২৬২ জন। আর মৃত্যু হয়েছে ৯০ জনের।

বুলেটিন অনুযায়ী, বিভাগের বাকি তিন জেলার মধ্যে সুনামগঞ্জে ১০৯২ জন, হবিগঞ্জে ৮০৪ জন এবং মৌলভীবাজারে ৫৫৭ জন আক্রান্ত হয়েছেন মরণঘাতি এ ভাইরাসে। আর এ তিন জেলার মধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ৬ জন করে এবং সুনামগঞ্জ জেলায় ৭ জনের মৃত্যু হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও