কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ট্রাম্পের দেশ থেকে আসা রোজো ও টাইগার বিক্রি হলো ৬৭ লাখে!

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৬ জুলাই ২০২০, ১৫:৪৪

গায়ের রং লাল। মালিক বলেন চকলেট কালার। টান টান তেলতেলে চামড়া। প্রকাণ্ডদেহী। কুলার মতো দু’টি বড় বড় কান। ঝুঁটও তেমন বাহারি। হাতির সঙ্গে তুলনা করলে খুব বেশি বেমানান হবে না। মাথায় শিং নেই। তাতে কী! যে কেউ সামনে গেলেই ভড়কে যাবেন। কিন্তু অনেক শান্ত স্বভাবের। গলার ঝুল, লেজ মাটি ছুঁই ছুঁই। চলনবলনও রাজার মতো।

এই প্রকাণ্ডদেহী গরুটির নাম রোজো। কোরবানি উপলক্ষে ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে বাংলাদেশে এসেছিল। কার্গো প্লেনে প্রায় ৩৩ ঘণ্টা আকাশপথ পাড়ি দিয়ে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছায় সে। বর্তমানে মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো ফার্মে রাখা হয়েছে বিশালদেহী ব্রহ্ম জাতের গরুটিকে। রোজোর মতোই আরো আরেকটি বিশাল গরু টাইগার। এবার কোরবানি উপলক্ষে টাইগার ও রোজো রেকর্ড দামে বিক্রি হয়েছে।

রোজোর বয়স চার বছর। তাকে ট্রাম্পের দেশ থেকে আনতে খরচ হয়েছিল প্রায় আড়াই লাখ টাকা খরচ হয়েছিল। এবার কোরবানিতে ৩৭ লাখ টাকায় বিক্রি হয়েছে রোজো। অন্যদিকে টাইগারের দাম ৩০ লাখ। দু’টি মিলিয়ে ৬৭ লাখ টাকায় পুরান ঢাকার এক ব্যবসায়ী গরু দু’টি কিনেছেন। তবে ঈদের আগ পর্যন্ত রোজো থাকবে সাদিক অ্যাগ্রো ফার্মেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও