কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বকাপ বাদ দিয়ে আইপিএল হলে প্রশ্ন উঠবে: ইনজামাম

বার্তা২৪ প্রকাশিত: ০৬ জুলাই ২০২০, ১৫:১৮

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ এই বছর হবে কিনা-তা বড়ই অনিশ্চিত। আইসিসি যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোন সিদ্ধান্ত জানায়নি। কিন্তু সার্বিক পরিস্থিতি বলছে, অক্টোবর-নভেম্বরে এই বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা শূন্য ভাগ। আর ভারত অপেক্ষায় রয়েছে-এই বিশ্বকাপ বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা আসামাত্রই তারা আইপিএল শুরুর তোড়জোড় করবে।

এই পুরো বিষয় প্রসঙ্গে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক বলেছেন-‘ যদি টি- টোয়েন্টি বিশ্বকাপের জায়গায় আইপিএল হয়, তবে প্রশ্ন উঠবে। চারদিকে আমরা শুনছি, যে অক্টোবর-নভেম্বরের টি- টোয়েন্টি বিশ্বকাপ আইপিএল এবং অস্ট্রেলিয়া-ভারত ক্রিকেট সিরিজের সূচির সঙ্গে বাধা খাচ্ছে। তাই এখন টি- টোয়েন্টি বিশ্বকাপ সময় মতো হবে না। আইসিসিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের জোর প্রভাব আছে। আর তাই অস্ট্রেলিয়া যদি বলে বসে করোনাভাইরাস মহামারির কারণে তাদের পক্ষে বিশ্বকাপ আয়োজন করা সম্ভবপর নয়, তাহলে তাদের সেই যুক্তি মেনে নেয়া যায়। কিন্তু সেই সময়টায় যদি অন্য কোন টুর্নামেন্ট (আইপিএল) আয়োজন করা হয়, তখন পুরো ব্যাপারটা নিয়েই প্রশ্ন উঠবে।’


পাকিস্তানের হয়ে ১২০ টেস্টে ৮,৮৩০ রান এবং ৩৭৮টি ওয়ানডেতে ১১,৭৩৯ রানের মালিক ইনজামাম বলছিলেন-‘ আর্ন্তজাতিক ক্রিকেটের চেয়ে আইসিসির অতি অবশ্যই স্থানীয় ক্রিকেট লিগকে বেশি অগ্রাধিকার দেওয়াটা উচিত হবে না। এতে করে তরুণ ক্রিকেটাররাও আর্ন্তজাতিক ক্রিকেটে খেলার চেয়ে স্থানীয় ক্রিকেট লিগে খেলার দিকেই বেশি ছুটবে। বেশি আগ্রহ দেখাবে।’ পাকিস্তানের সাবেক অধিনায়ক অবশ্য মানছেন যে বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে ১৬ দেশের টি- টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন খুব সহজ কোন কাজ নয়। এই সময়ে সব ধরনের ব্যবস্থাদি নিয়ে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আয়োজন হয়তো বা সম্ভব, কিন্তু বহুজাতিক আর্ন্তজাতিক টুর্নামেন্টের আয়োজন অনেক কঠিন ব্যাপার।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও