কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যে দুই আমলে আল্লাহর বন্ধু হয় মুমিন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৬ জুলাই ২০২০, ১৫:২৭

একান্ত আপন ব্যক্তিই বন্ধু হয়। বন্ধুর জন্য খোলা থাকে সহযোগিতার সব দরজা। কুরআনের ভাষায় বন্ধুকে 'ওলি' হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহর সঙ্গে সুসম্পর্ক তৈরি ও বন্ধু হতে ছোট্ট দু'টি আমলের কথা কুরআনে উঠে এসেছে। আল্লাহ তাআলা মুমিন বান্দার উদ্দেশ্যে

ঘোষণা করেন-‘জেনে রেখ! নিশ্চয় আল্লাহর বন্ধুগণের কোনো ভয় নেই এবং তারা চিন্তাগ্রস্তও হবেন না; যারা ঈমান এনেছেন এবং যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে আত্মরক্ষা করে চলেন বা তাকওয়ার পথ অনুসরণ করেন। তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে। আল্লাহর কথার কখনো হের-ফের হয় না। এটাই হল মহা সফলতা। (সুরা ইউনুছ : আয়াত ৬২-৬৪)

এ আয়াতে আল্লাহর একান্ত বন্ধু হতে ছোট্ট দু'টি আমলের কথা উল্লেখ করা হয়েছে।একটি হলো- আল্লাহর প্রতি স্বচ্ছ ঈমান।আর দ্বিতীয়টি হলো- তাকওয়া অর্জন করা বা তাকে ভয় করা।এ দু'টি আমলই অন্তরের সঙ্গে সংশ্লিষ্ট। যা কাউকে দেখানো যায় না। বর্তমান সময়ে মানুষের মধ্যে এ দু'টি আমলের বেশি অভাব পরিলক্ষিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে