কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুদফায় প্লাজমা থেরাপি দিয়েও বাঁচানো গেল না সাভারের শিক্ষক নয়নকে

এনটিভি প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ০৯:৩৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার সাভারে মারা গেছেন জনপ্রিয় একজন শিক্ষক। তাঁর নাম নয়ন গিলবার্ট রোজারিও (৪৯)। উপজেলা স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী এ নিয়ে কেবলমাত্র সাভার উপজেলাতেই মারা গেছে ২৮ জন। আক্রান্ত হয়েছে ৮১৮ জন।

শিক্ষক নয়ন গিলবার্ট রোজারিওর ছেলে শান্ত রোজারিও জানান, গত ৬ জুন করোনায় আক্রান্ত হন তাঁর বাবা। শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে ৮ জুন তাঁকে ভর্তি করা হয় ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে। অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তীতে তাঁকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে দুই দফায় প্লাজমা থেরাপি দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

নয়ন গিলবার্ট রোজারিও ধরেন্ডা সেন্ট যোসেফস হাইস্কুল অ্যান্ড কলেজের ইংরেজির জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি সামাজিক এবং সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি।

তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও