কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নবজাতক ও গর্ভবতী মায়েদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

আরটিভি প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ১৪:৪০

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটি বলছে, গর্ভবতী মায়েদের জনসমাগম এড়িয়ে চলতে হবে। হাসপাতালে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

গত ২৯ জুন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে উপস্থাপনের সময় সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই কথা বলেন।

তিনি বলেন, নবজাতক ভূমিষ্ট হবার আধা ঘণ্টার মধ্যে মায়ের বুকের দুধ খাওয়ানো যাবে। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মায়ের বুকের দুধের মাধ্যমে কখনোই করোনা ছড়ায় না। নবজাতককে বুকের দুধ খাওয়ানো ও শিশুর ত্বকের স্পর্শের সময় মা অবশ্যই মাস্ক পড়বে।

ডা. নাসিমা বলেন, করোনায় আক্রান্ত গর্ভবতী মায়ের কাছ থেকে গর্ভস্থ শিশুর আক্রান্ত হওয়ার কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে ভূমিষ্ট হবার পর শিশুটি সংক্রমিত হতে পারে। তাই নবজাতকের প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে। নবজাতককে স্পর্শ করলে অবশ্যই মা সাবান পানি অথবা স্যানিটাইজার দিয়ে হাত ধুবেন।

সকল গর্ভবতী মায়ের বিশেষভাবে যত্ন ও খেয়াল রাখার পরামর্শ দিয়ে ডা. নাসিমা বলেন, পরিবারের সদস্যরা যেন সতর্ক থাকি যেন গর্ভবতী মায়েরা সংক্রমিত না হন। তারা যেন বাইরে গেলে অবশ্যই মাস্ক পড়েন, বিশ সেকেন্ড পর পর সাবান পানি দিয়ে হাত ধুয়ে পরিষ্কার করে। জনসমাগম এড়িয়ে এবং কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে চলাচল করেন। গর্ভবতী মায়েরা খুবই একটি সংবেদনশীল গ্রুপ, যার ওপর নির্ভর করছে ভবিষ্যৎ প্রজন্ম। পরিবারের সদস্যরা যেন বিশেষভাবে তাদের খেয়াল রাখেন এবং স্বাস্থ্য সেবা কেন্দ্রে যেন গর্ভবতী মায়েদের সঠিক সেবা নিশ্চিত করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও