কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হাসপাতালে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা দেবে সীকম গ্রুপ

বণিক বার্তা চট্টগ্রাম প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ০২:০৩

করোনাভাইরাসে আক্রান্তদের জরুরি সেবা দিতে ১০টি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা আমদানি করেছেন সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিরুল হক। কার্গো ফ্লাইটে করে ব্যক্তিগত উদ্যোগে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এসব সরঞ্জাম এনেছেন তিনি। আগামী সপ্তাহ থেকে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের চাহিদা অনুযায়ী এগুলো সরবরাহ করা হবে।

সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেন, ১০টি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা আমদানি করে এখন কাস্টমস প্রক্রিয়া চলছে। কভিড-১৯ মোকাবেলা ও মানুষের কল্যাণে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা চেষ্টা করে যাচ্ছি। পরিস্থিতি যে পর্যায়ে গেছে, তাতে সরকারের পাশাপাশি আমাদের যার যার সাধ্যের জায়গা থেকে এগিয়ে আসতে হবে।করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই এটি মোকাবেলায় সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করে যাচ্ছে সীকম গ্রুপ। এ

রই অংশ হিসেবে এ চিকিৎসা সরঞ্জাম আমদানি করেছে প্রতিষ্ঠানটি। এর আগে গত ২৪ জুন চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালের জন্য সাতটি ভেন্টিলেটর দিয়েছিলেন সীকম গ্রুপ ও প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক। এর আগের দিন ২৩ জুন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ ও কাস্টম হাউজের কমিশনার ফখরুল আলমের হাতে সীকম গ্রুপের পক্ষ থেকে সুরক্ষাসামগ্রী তুলে দেয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে