কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দ্বিতীয় করোনা টেস্ট নিয়ে যা জানালেন মাশরাফী

সময় টিভি প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ০০:০৭

সব কিছু ঠিক থাকলে করোনাভাইরাসে পজিটিভ হবার পর শনিবার (৪ জুলাই) দ্বিতীয় টেস্ট করাবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তজা। 

এর আগে গত মাসের ২০ তারিখে মাশরাফীর করোনা টেস্টে পজিটিভ হন।

এর পর থেকে নিজ বাসায় আইসোলেশনে আছেন নড়াইল এক্সপ্রেস। করোনায় পজিটিভ হবার পর থেকে মাশরাফীর শরীর অবস্থা নিয়ে নানা ধরনের খবর ছড়ায় গণমাধ্যমে। গেলো মাসের ২৮ তারিখে খবর রটে মাশরাফী দ্বিতীয় টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে।

খবরটি মোটেও সত্য নয় বলে ঐ দিন মাশরাফী তার ভেরিফাইড পেজে পোস্ট করেন। সাথে তিনি এও বলেন ১৪ দিন পর দ্বিতীয় করোনা টেস্ট করার ইচ্ছে আছে ম্যাশের।

সেই হিসেবে শনিবার দ্বিতীয় টেস্ট করার কথা রয়েছে। এ ব্যাপারে বাংলাদেশের ক্রিকেটের সফল অধিনায়কের ঘনিষ্ঠজনদের সাথে যোগাযোগ করা হলে তারা নিশ্চিত করে ঠিক কিছু বলতে পারেননি।  করোনায় পজিটিভ হবার পর চিকিৎসকের পরামর্শে নিয়মিত টেস্ট করান ম্যাশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও