কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আম বাগান দেখতে রাজশাহীতে গিয়ে হারিয়েছে শিশু আলিফ!

বাংলা নিউজ ২৪ রাজশাহী প্রকাশিত: ০৩ জুলাই ২০২০, ২৩:৫১

রাজশাহী: রাজশাহীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে অজ্ঞাত এক শিশুকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাত ৮টার দিকে মহানগরীর শিরোইল বাস টার্মিনাল থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। শিশুটি বর্তমানে মহানগরীর বোয়ালিয়া থানা হেফাজতে রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার রাতে বাস টার্মিনাল এলাকায় শিশুটি উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল। এ সময় পরিবহন শ্রমিকরা তাকে জিজ্ঞাসাবাদ করলে, তার নাম সোহাগ ওরফে আলিফ (৯) বলে জানায়। বাড়ির ঠিকানা এবং পরিচিত কারও মোবাইল নম্বরও বলতে পারেনি সে। পরে তাকে বোয়ালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, আলিফ নামেন শিশুটিকে বাস টার্মিনাল থেকে উদ্ধার করা হয়েছে।

সে গাজীপুর চৌরাস্তা থেকে একা রাজশাহীতে এসেছে বলে জানিয়েছে। তার ভাষ্যমতে, আমবাগান দেখার জন্য সে রাজশাহীতে এসেছে। সে তার পরিবার সম্পর্কে বেশি কিছু জানাতে পারেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও