কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বগুড়ায় আরও ১৩৩ জন করোনামুক্ত, আক্রান্ত ৭৩

বার্তা২৪ প্রকাশিত: ০২ জুলাই ২০২০, ১১:৫৫

বগুড়ায় একদিনে করোনাভাইরাসে সংক্রমিত আরও ১৩৩ জন সুস্থ হয়ে উঠেছেন । জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ৭৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও একজন। বৃহস্পতিবার (২ জুলাই) বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৭৩টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৭ জন পজিটিভ এবং টিএমএসএস মেডিকেলে ১২৬টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩৪ জন পজিটিভ। এছাড়াও ঢাকায় পাঠানো ১৬৪টি নমুনা পরীক্ষার ফলাফলে ২২ জনের পজিটিভ এসেছে।

উপজেলাভিত্তিক আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৩৯ জন, দুপচাঁচিয়ায় ১৪ জন, সারিয়াকান্দিতে ৫ জন, শিবগঞ্জে ৩ জন, কাহালুতে ৩ জন, ধুনটে ৩ জন, শেরপুরে ২ জন, শাজাহানপুরে একজন, গাবতলীতে একজন, আদমদীঘিতে একজন এবং সোনতলায় একজন।

এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০৫২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮০২ জন ও মারা গেছেন ৫৩ জন এবং চিকিৎসাধীন আছেন ২১৯৭ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও