কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০২ জুলাই ২০২০, ০৯:২৮

মাদারীপুর: দীর্ঘ সময় বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২ জুলাই) ভোর থেকে সীমিত আকারে ফেরি চলাচল শুরু করেছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে। এ রুটে তিনটি রো রোসহ সাতটি ফেরি চলছে। এর আগে মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় চ্যানেলের ডুবোচরে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর আটকে পড়ে, যার কারণে দীর্ঘ সময় ওই নৌরুটে বন্ধ ছিল ফেরি চলাচল। ফলে শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে নদী পারের অপেক্ষায় থাকা পরিবহনের সংখ্যা ছয় শতাধিক ছাড়িয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চলাচল শুরু করায় কিছুটা প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে ফেরিঘাট এলাকায়। 


কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, পদ্মায় তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ডাম্প ফেরিগুলো বেশিরভাগ সময় বন্ধই থাকছে। নৌরুটের ১৮টি ফেরির মধ্যে তিনটি রো রোসহ মাত্র সাতটি ফেরি চলাচল করছে।  এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ডুবোচরে আটকে পড়া রো রো ফেরিটি উদ্ধার হলেও দুর্ঘটনা এড়াতে রাতে বন্ধ ছিল ফেরি চলাচল।  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বাংলানিউজকে বলেন, ভোর থেকে ফেরি চলাচল শুরু করেছে। নৌরুটে এখন সাতটি ফেরি চলছে। তবে ডুবোচর ও প্রচণ্ড স্রোতে চলাচল ব্যাহত হচ্ছে। # কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জুলাই ০২, ২০২০ এসআরএস

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও