কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লাশবাহী নৌকার চারপাশে ছোট নৌকার ভিড়, উদ্ধার কাজে সমস্যা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ জুন ২০২০, ১৪:২৫

রাজধানীর শ্যামবাজার সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি ডুবে গেছে। যেখানে লঞ্চটি ডুবেছে, তার উপরে নৌকা নিয়ে অবস্থান করে মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত তারা ৩০টি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

উদ্ধারের পর মরদেহ মাঝ নদীতেই ফায়ার সার্ভিসের একটি বড় নৌকায় রাখা হচ্ছে। ফায়ার সার্ভিসের সেই বড় নৌকার চারপাশে ছোট ছোট নৌকা ভিড় করেছে। লঞ্চে নিখোঁজদের স্বজনরা তাদের প্রিয়জনের মরদেহ শনাক্ত করতে বা খুঁজে পেতে এখানে অবস্থান করছেন। এতে ফায়ার সার্ভিসের উদ্ধার কাজে বাধা হচ্ছে। কারণ বড় নৌকার চারপাশে থাকা ছোট ছোট নৌকার নিচে প্রায় ১৬ জন ফায়ার সার্ভিসের ডুবুরি কাজ করছেন। পানির নিচ থেকে উঠতে স্বজনদের সেই ছোট ছোট নৌকার কারণে ডুবুরিদের সমস্যা হচ্ছে।

এ অবস্থায় ফায়ার সার্ভিস মাইক দিয়ে বারবার বলছে, ‘আপনারা সরে যান। আপনাদের নৌকার নিচে আমাদের ১৬ জন ডুবুরি কাজ করছেন। তাদের উপরে উঠতে সমস্যা হচ্ছে।’

তবে ফায়ার সার্ভিসের মাইকিং না শুনে নৌকার চারদিকে কান্নাকাটি করছেন স্বজনরা। এর আগে সকাল ১০টায় এ লঞ্চডুবির ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও সেনাবাহিনী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও