কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তৃণমূল ফুটবলে শুভেচ্ছাদূত হয়ে খুশি জামাল-সাবিনা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ জুন ২০২০, ১৮:১০

এ সময়ে দেশের ফুটবলের সবচেয়ে জনপ্রিয় নাম জামাল ভূঁইয়া। আর নারী ফুটবলের সবচেয়ে বড় মুখ সাবিনা খাতুন। দু’জনই জাতীয় দলের অধিনায়ক। এই দু’জনকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন দায়িত্ব দিয়েছে। এএফসির গ্রাসরুট কার্যক্রমে অন্তর্ভূক্তির আবেদন করার আগে তাদের মনোনীত করা হয়েছে তৃণমূল ফুটবলের শুভেচ্ছাদূত হিসেবে।

তৃণমূল পর্যায়ের ফুটবল উন্নয়নের কাছে সম্পৃক্ত হতে পেরে জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুন দু’জনই খুশি। এমন দায়িত্ব দেয়ায় তারা বাফুফেকে ধন্যবাদ জানিয়ে এক ভিডিও বার্তাও দিয়েছেন।জামাল ভূঁইয়া বলেছেন, ‘বাংলাদেশের ফুটবল উন্নয়নের গুরুত্বপূর্ণ একটা কাজের সঙ্গে আমাকে সসম্পৃক্ত করা হয়েছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। আমি খুব খুশি। আমি গর্ব ও সম্মানবোধ করছি। এমন একটি সুযোগ দেয়ার জন্য বাফুফেকে আমি ধন্যবাদ জানাই। আমি চেষ্টা করবো এ দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা রাখতে। যাতে দেশের ফুটবলের উন্নয়নে কিছুটা কাজ করতে পারি।’

নারী জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে, আমাকে তৃণমূল ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনোনীত করার জন্য। তৃণমূল ফুটবল যেন আরো এগিয়ে যায়। এগিয়ে নেয়ার জন্য যেন কাজ করতে পারি। দেশের ফুটবল যেন আরো সমৃদ্ধ হয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও