কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘নেগেটিভ’ খেলোয়াড়দের নিয়ে পাকিস্তানের যাত্রা শুরু

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ জুন ২০২০, ১৪:৩৮

তিন টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে পাকিস্তান ক্রিকেট দল। রোববার দুপুরে প্রায় দুই মাসের জন্য দেশত্যাগ করেছে ২০ খেলোয়াড় ও ১১ টিম স্টাফের পাকিস্তান দল। ইংল্যান্ডে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। গত সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) করা প্রথম দফার কোভিড-১৯ টেস্টে ১০ জন খেলোয়াড়ের ফলাফল আসে পজিটিভ। তাদের ছাড়া বাকি সব ‘কোভিড-১৯ নেগেটিভ’ খেলোয়াড় ও টিম স্টাফদের নিয়েই ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিয়েছে বিশেষ ভাড়া করা চাটার্ড বিমান।

বৃহস্পতিবার পাওয়া ‘কোভিড-১৯ নেগেটিভ’ ফলই যাত্রা শুরুর জন্য যথেষ্ঠ ছিল না। বিমানে ওঠার আগেও তাৎক্ষণিকভাবে করা হয়েছে প্রত্যেকের করোনা পরীক্ষা। এছাড়া করাচি থেকে যাত্রা শুরু করা পুরো দলের সবাই মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখেই বিমানে উঠেছে।

ইংল্যান্ডে পৌঁছানোর পর উরস্টারে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে পাকিস্তান দল। পরে ১৩ জুলাই থেকে ডার্বিশায়ার ইনকোরা কাউন্টি মাঠে অনুশীলন করতে পারবেন বাবর আজম, আজহার আলীরা। অথচ সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ জুলাই ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল পাকিস্তান দলের।

এদিকে করোনা পজিটিভ হওয়া ১০ ক্রিকেটার এবং টিম স্টাফদের একজন সেলফ আইসোলেশন শেষে, দুইবার করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এলে যোগ দিতে পারবেন দলের সঙ্গে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও