কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা আক্রান্ত খেলোয়াড়দের রেখে ইংল্যান্ড যাচ্ছে পাকিস্তান দল

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৭ জুন ২০২০, ১৫:৩৮

২৮ জুন ইংল্যান্ড সফরে যাওয়ার সূচি চূড়ান্ত করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু ১০ ক্রিকেটারের শরীরে কোভিড-১৯ রোগ ধরা পড়ায় এই সফর নিয়ে জন্মেছিল শঙ্কা। বিশেষ করে, সূচি অনুযায়ী ইংল্যান্ডে পৌঁছানো পড়ে গিয়েছিল প্রশ্নের মুখে। তবে সব শঙ্কা-প্রশ্ন উড়িয়ে আগামীকালই (২৮ জুন) ইংল্যান্ড যাচ্ছে পাকিস্তান দল। যদিও করোনাভাইরাস আক্রান্তদের দেশেই রেখে যেতে হচ্ছে।

ইংল্যান্ড সফরের সবুজ সংকেত পাওয়ার পর থেকে অনুশীলনে যোগ দেয় পাকিস্তান। ক্যাম্প করে খেলোয়াড়দের করা হয় কোভিড-১৯ পরীক্ষা। সেখানে প্রথম দিনের ফলাফলে তিনজনের শরীরে ধরা পড়ে করোনা, পরের দিন আরও সাতজন আক্রান্ত হন প্রাণঘাতী ভাইরাসে।

আক্রান্তরা হলেন- ফখর জামান, মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ রিজওয়ান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাসনাইন, হায়দার আলী, হারিস রউফ ও শাদাব খান। এই ১০ জনকে দেশে রেখে ইংল্যান্ড সফরে যাবে মিসবাহ-উল-হকের দল। সেরে ওঠার পর তারা যোগ দেবেন দলের সঙ্গে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও