কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুই বছরের নিষেধাজ্ঞার সম্ভাবনা থেকে বাঁচলেন পাঁচ ভারতীয় ক্রিকেটার

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৬ জুন ২০২০, ১২:৪৬

কিছুদিন আগে ভারতের জাতীয় দলের সব ক্রিকেটারকে তাদের অবস্থানের তথ্য জানাতে নির্দেশ দেয় দেশটির ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)।

সেখানে তিনবার নোটিশ পেলেও নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ হন পাঁচ ক্রিকেটার লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, চেতেশ্বর পূজারা, স্মৃতি মান্ধানা ও দীপ্তি শর্মা। এতে বড় শাস্তির সম্ভাবনা দেখা দিলেও শুধুমাত্র সতর্ক করে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

নাডার পক্ষ থেকে ভারতের এ পাঁচ ক্রিকেটারকে তাদের অবস্থান ও অন্যান্য কিছু তথ্য জানানো বাধ্যতামূলক করে নোটিশ পাঠানো হয়। তবে তিনবার নোটিশ দিলেও উপরোক্ত পাঁচ ক্রিকেটার তাদের অবস্থান জানাতে পারেননি। 

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে জানানো হয়েছে, পাসওয়ার্ড বিভ্রাটের জন্য তাদের অবস্থানের তথ্য জানাতে দেরি হয়েছে। ভবিষ্যতে আর এমন হবে না।  বিসিসিআইয়ের এমন ব্যাখ্যার পর নমনীয় হয় নাডা। সংস্থাটির পরিচালক নাভিন আগারওয়াল বলেন, বিসিসিআই সঠিক কারণ দেখিয়েছে। তাদের ব্যাখ্যা ছিল জোরালো। বিষয়টির নিষ্পত্তি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও