কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এখন মানসিকভাবে শক্ত থাকা উচিত : মুমিনুল

এনটিভি প্রকাশিত: ২৬ জুন ২০২০, ১২:৫০

করোনার জেরে লম্বা সময় ধরে মাঠের খেলা নেই। অন্যান্য দেশে ক্রিকেট ফিরলেও বাংলাদেশে কবে ফিরবে নিশ্চয়তা নেই। এর মধ্যে একে একে স্থগিত হয়ে গেছে বিভিন্ন সিরিজগুলো। ঘরবন্দি সময় কাটছে ক্রিকেটারদের। এই কঠিন পরিস্থিতিতে মানসিকভাবে শক্তিশালী থাকাটাই বেশি জরুরি বলে মনে করেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে এক সাক্ষাৎকারে সতীর্থদের তেমনটাই বার্তা দিলেন অধিনায়ক, ‘একজন পেশাদার খেলোয়াড় হিসেবে, এটা আমাদের রক্তের মধ্যেই রয়েছে যে সব সময় ব্যাট এবং বলের সাথে থাকা। কিন্তু আপনাকে টানা দুই থেকে তিন মাস ঘরের মধ্যে বন্দি থাকতে হচ্ছে, তখন এই কঠিন সময়টাতে আমাদের মানসিকভাবে শক্তিশালী থাকা প্রয়োজন। আমরা হয়তো পাঁচ দিন কিংবা ছয় দিন ফিটনেস ট্রেনিং করে ফিট থাকার চেষ্টা করতে পারব। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে, মানসিকভাবে শক্তিশালী থাকা।’

সেই সঙ্গে ক্রিকেটকেও যে ভীষণ মিস করছেন সেটা জানালেন টেস্ট অধিনায়ক, ‘অবশ্যই আমি ক্রিকেটকে মিস করছি। অবশ্যই এটা আমার কাছে এ সময় সবচেয়ে বেশি খারাপ লাগার বিষয়।’

মুমিনুল আরো বলেন, ‘অন্য সব খেলোয়াড়ের মতোই বছরের শুরুতে আমিও একটি পরিকল্পনা তৈরি করেছিলাম, কীভাবে এই বছরটি কাটাব। কিন্তু আমরা একটি বড় ধাক্কা খেলাম বছরের শুরুতেই। তবে, আমাদের সবাইকে মনে রাখতে হবে, এটা মোটেও আমাদের নিয়ন্ত্রণে নেই। সুতরাং, এ নিয়ে আমাদের কারোো করার কিছুই নেই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও