কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বাস্থ্যবিধি মেনে শুটিং করলে সবাই ফিরবেন

প্রথম আলো প্রকাশিত: ২৬ জুন ২০২০, ১২:০৩

টেলিভিশন নাটক ও সিনেমায় যাঁরা মুখ্য ভূমিকায় অভিনয় করেন, তাঁদের আমরা নায়ক বলে ডাকি। এই নায়কেরা কেবল পর্দার নায়ক নন, ব্যক্তিজীবনে তাঁদের নানা ভূমিকা নানা সময় মানুষকে অনুপ্রাণিত করে। করোনাকালেও তাঁদের ভূমিকা রাখার সুযোগ আছে। চিকিৎসক, পুলিশ, সাংবাদিক ও স্বেচ্ছাসেবীদের মতো তাঁরাও এই করোনার সম্মুখযোদ্ধা হয়ে উঠতে পারেন। কিন্তু তাঁদের নিরাপত্তা কি দেওয়া হচ্ছে ঠিকমতো? বেশির ভাগ শিল্পী জানিয়েছেন, স্বাস্থ্যবিধি ঠিকমতো মেনে করলে তাঁরা শুটিংয়ে ফিরবেন।

ঘরবন্দী মানুষকে ঘরে ভালো রাখতে দরকার টেলিভিশনে কিছু নতুন অনুষ্ঠান। এ ছাড়া পূর্ণোদ্যমে শুটিং শুরু করলে নিশ্চিত হবে মেকআপশিল্পী, লাইট, প্রযোজনা সহকারীদের মতো কর্মীদের রুটিরুজি। এসব বিবেচনায় শিল্পীদের আর ঘরে বসে থাকা ঠিক হচ্ছে না বলে মনে করেন অনেকে। যাঁদের ছাড়া টিভি নাটক প্রায় অচল, অভিনয়ের জন্য যাঁরা নেন সর্বোচ্চ সম্মানী, এই সময়ে কেন তাঁরা ঘরে বসে আছেন? ইতিমধ্যে চাহিদাসম্পন্ন একদল অভিনয়শিল্পীকে চিঠি দিয়ে কাজে ফেরার আহ্বান জানিয়েছে একটি টিভি চ্যানেল। সেই তালিকায় আছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, অপূর্ব, আফরান নিশো, তাহসান খান, মেহ্‌জাবীন চৌধুরী, তৌসিফ মাহবুব, তানজিন তিসা, সাফা কবির প্রমুখ। কাজে ফেরার ব্যাপারে কী ভাবছেন তাঁরা?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও