কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চুয়াডাঙ্গায় মেসির জন্মদিন পালন করতে গিয়ে জরিমানা দিল একদল ভক্ত

কালের কণ্ঠ প্রকাশিত: ২৫ জুন ২০২০, ১৫:১৪

চুয়াডাঙ্গায় কফি হাউসে আর্জেন্টাইন ফুটবলার মেসির জন্মদিন পালন করতে গিয়ে জরিমানা গুনতে হয়েছে ভক্তদের। নির্বাহী ম্যাজিস্ট্রেটের অপ্রত্যাশিত আগমনে ভেস্তে গেছে আয়োজন। কেক কাটা সম্পন্ন হলেও খাওয়া হয়নি চিকেন ফ্রাই। ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিয়ে বাড়ি ফিরতে হয়েছে তাদের। বাদ পড়েননি কফি হাউসের মালিক জাহিদ হাসানও। তাঁকেও গুনতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা।

গতকাল বুধবার রাত ৮টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডে ফুটবলার মেসির ৩৩তম জন্মদিন পালন করার সময় জেলা প্রশাসনের এনডিসিসহ তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই কফি হাউসে অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের নির্দেশে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হয়েছে। অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি সিব্বির আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন সেনাবাহিনীর সদস্যদের সাথে নিয়ে গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও